ঝিনাইদহের শৈলকূপায় জামাল অটো শোরুমের মালিক জামাল হোসেন শেখ (৪৯) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ফরিদপুর মেডিকিলে তিনি মারা যান।
নিহত জামাল শেখ ওই উপজেলার কবীরপুর বাজার পাড়ার মৃত মহসিন আলী শেখের ছেলে ও জামাল অটোর মালিক।
শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকাল ৯টার দিকে জামাল মোটরসাইকেলযোগে বাকিতে বিক্রিত মোটরসাইকেলের কিস্তির টাকা আদায়ের জন্য হাটফাজিলপুর বাজারে যাচ্ছিলেন।
পথিমধ্যে বাজারের কাছে পৌঁছালে একটি ট্রাক ক্রস করে সামনে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ২জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে জামালের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর রেফার্ড করা হয়। সেখানে চিকিৎিসাধীন অবস্থায় দুপুরে দিকে তিনি মারা যান।