
কসবায় বেসরকারী সংস্থা আশা’র সদর শাখা পরিদর্শন করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসক আশা’র সামাজিক কর্মসূচীর মধ্যে স্যানিটেশন, ফরেন রেমিটেন্স, মানি লন্ডারিং সচেতনতা, শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা, ফিজিওথেরাপি, কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা, হাত ধোয়া ও মাস্ক ব্যবহার ইত্যাদি কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, সহকারী কমিশনার (ভূমি )হাছিবা খান, আশার রিজিওনাল ম্যানেজার মাহতাব মিয়া ও শাখা ব্যবস্থাপক নয়ন চন্দ্র দাস প্রমুখ।
রুবেল আহমেদ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি